ওটিটিতে একের পর এক মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম, সিরিজ দিয়ে বেশ আলোচনায় আছেন শ্যামল মওলা। তবে এই অভিনেতার শেষ মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’। তৌকীর আহমেদ পরিচালিত এই ছবি ২০২১ সালে মুক্তি পায়। এর মধ্যে ‘ডেড বডি’ নামের একটি সিনেমায় কাজ করলেও, সেটি এখনো মুক্তি পায়নি। দীর্ঘ সময় পর নতুন একটি চলচ্চিত্রে যুক্ত হলেন এই অভিনেতা। নাম ‘নাদান’। সম্প্রতি ছবিটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। ছবির পরিচালক ফরহাদ হোসেন।
খবরটি নিশ্চিত করে শ্যামল মওলা বলেন, ‘নতুন একটি ছবিতে চুক্তি করেছি। আগামী ১০ মার্চ ছবির শুটিং শুরু হতে পারে।’
অভিনেতা জানান যে মিডিয়ায় কাজের শুরু থেকেই বড় পর্দায় কাজের আগ্রহ তার। বলেন, ‘অনেক দিন ধরেই সিনেমার জন্য অপেক্ষা করছিলাম।
পাহাড়ি অঞ্চলের স্থল ও জলপথে ডাকাতিকে ঘিরে ‘নাদান’ ছবির গল্প।
শ্যামল মওলা জানান, এটি অ্যাকশন সিনেমা। তিনি বলেন, ‘যেহেতু ডাকাতিকে ঘিরে ছবির গল্প, তাই এখানে অনেক জায়গায় অ্যাকশনের ব্যাপার আছে। আগামী মাসের শুরুর দিকে ছবির শুটিং শুরু হতে পারে। তাই আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছি।’
স/মিফা

























