জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড তাদের ৩২তম আউটলেট উদ্বোধন করেছে।
গতকাল গুলশান-১-এ অবস্থিত আকাশ টাওয়ারে দ্য সিগনেচার নামের এ আউটলেটটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, ‘এ ধরনের অত্যাধুনিক শোরুমের শুভযাত্রায় ডায়মন্ড ওয়ার্ল্ডকে ধন্যবাদ জানাই। আমাদের দেশে জুয়েলারি খাতে কাজ করার অনেক সুযোগ আছে। শুধু আমাদের দেশের মার্কেটের জন্য নয়, বিদেশেও রপ্তানি করার সুযোগ আছে। আমি ডায়মন্ড ওয়ার্ল্ডকে অনুরোধ করব, তারা যেন এটিও করে।’
স/মিফা


























