০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইয়াবা ট্যাবলেটসহ ৩জনকে আটক

একটি দেশের আর্থিক ও সামাজিক অবক্ষয়ের সবচেয়ে বড় কারণ মাদক ও চোরাকারবারি। খাগড়াছড়ি জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং দক্ষ নেতৃত্বে খাগড়াছড়ি জেলার সকল স্থানে পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এই ধারাবাহিকতায় শনিবার রাত ১০ টা ৫ মিনিট  সময়ে  মাটিরাঙ্গা থানার একটি চৌকস আভিযানিক দল মাটিরাঙ্গা থানা এলাকায় মাদক দ্রব্য/অবৈধ অস্ত্র/চোরাচালান উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি চলার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার পৌরসভার ০৬নং ওয়ার্ডের মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের দক্ষিণ পশ্চিম কর্ণারে খালি জায়গার ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে মাটিরাঙা থানার পুলিশ।
আটককৃত ব্যক্তি আকাশ বড়ুয়া (২৮), পিতা-প্রমতোষ বড়ুয়া, মাতা-মৃত মীরা বড়ুয়া, সাং-মিস্ত্রীপাড়া, ০৮নং ওয়ার্ড,  ০২। জয় বড়ুয়া (২৬), পিতা-রাজু বড়ুয়া, মাতা-রীতা বড়ুয়া, সাং-টিএন্ডটি টিলা, ০৬নং ওয়ার্ড, উভয় মাটিরাঙ্গা পৌরসভা, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলা ৩। চেংলামো মার্মা (২৮) পিতা-থৈয়ারী মার্মা, মাতা-নুনুমা চৌধুরী, সাং-বটতলী কালা দাবা, ০৯নং ওয়ার্ড, খাগড়াছড়ি পৌরসভা, থানা-খাগড়াছড়ি সদর, জেলা-খাগড়াছড়ি।
দায়িত্বরত পুলিশ জানান আসামীদের নিকট হতে ৫৩ (তিপ্পান্ন) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ তালিকা মূলে জব্দ করে বর্ণিত আসামীদের গ্রেফতার পূর্বক থানা হেফাজতে গ্রহন করা হয়।
গ্রেফতারকৃত  আসামীগনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু  করতঃ আসামীগনকে বিধি মোতাবেক  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

জনপ্রিয় সংবাদ

জোট ছাড়াই একক নির্বাচনে ইসলামী আন্দোলন, ২৬৮ আসনে লড়াইয়ের ঘোষণা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইয়াবা ট্যাবলেটসহ ৩জনকে আটক

আপডেট সময় : ০১:১২:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪

একটি দেশের আর্থিক ও সামাজিক অবক্ষয়ের সবচেয়ে বড় কারণ মাদক ও চোরাকারবারি। খাগড়াছড়ি জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং দক্ষ নেতৃত্বে খাগড়াছড়ি জেলার সকল স্থানে পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এই ধারাবাহিকতায় শনিবার রাত ১০ টা ৫ মিনিট  সময়ে  মাটিরাঙ্গা থানার একটি চৌকস আভিযানিক দল মাটিরাঙ্গা থানা এলাকায় মাদক দ্রব্য/অবৈধ অস্ত্র/চোরাচালান উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি চলার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার পৌরসভার ০৬নং ওয়ার্ডের মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের দক্ষিণ পশ্চিম কর্ণারে খালি জায়গার ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে মাটিরাঙা থানার পুলিশ।
আটককৃত ব্যক্তি আকাশ বড়ুয়া (২৮), পিতা-প্রমতোষ বড়ুয়া, মাতা-মৃত মীরা বড়ুয়া, সাং-মিস্ত্রীপাড়া, ০৮নং ওয়ার্ড,  ০২। জয় বড়ুয়া (২৬), পিতা-রাজু বড়ুয়া, মাতা-রীতা বড়ুয়া, সাং-টিএন্ডটি টিলা, ০৬নং ওয়ার্ড, উভয় মাটিরাঙ্গা পৌরসভা, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলা ৩। চেংলামো মার্মা (২৮) পিতা-থৈয়ারী মার্মা, মাতা-নুনুমা চৌধুরী, সাং-বটতলী কালা দাবা, ০৯নং ওয়ার্ড, খাগড়াছড়ি পৌরসভা, থানা-খাগড়াছড়ি সদর, জেলা-খাগড়াছড়ি।
দায়িত্বরত পুলিশ জানান আসামীদের নিকট হতে ৫৩ (তিপ্পান্ন) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ তালিকা মূলে জব্দ করে বর্ণিত আসামীদের গ্রেফতার পূর্বক থানা হেফাজতে গ্রহন করা হয়।
গ্রেফতারকৃত  আসামীগনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু  করতঃ আসামীগনকে বিধি মোতাবেক  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।