৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ-২০২৪ এর শেরপুর ভেন্যুর খেলা উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার দুপুরে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ।
ওইসময় তিনি বলেন, খেলাধূলার মাধ্যমে উৎকর্ষ সাধন হয়। ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশকে আমরা অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছি। সাকিব আল হাসান, মাশরাফি বিন মতুর্জা, তামিম ইকবালসহ অনেকেই বিশ্বে বাংলাদেশকে নতুনভাবে চিনিয়েছেন। তিনি এই টুর্নামেন্টের মাধ্যমে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার খোরশেদ আলম। জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা ক্রিকেট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু, জাতীয় ক্রিকেট বোর্ড ও জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় টাঙ্গাইল জেলা দল ঝিনাইদহ জেলা দলকে ৩ উইকেটে পরাজিত করে। নির্ধারিত ৫০ ওভারের খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ঝিনাইদহ জেলা দল ৪৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১১ রান তুলতে সমর্থ হয়। জবাবে ব্যাট করতে নেমে টাঙ্গাইল জেলা দল ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে জয় লাভ করে।
প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও শেরপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শেরপুর ভেন্যুতে চারটি জেলা দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে ফেনী জেলা, টাঙ্গাইল জেলা, ঝিনাইদহ জেলা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা। এ খেলা চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত।

























