চর চাক্তাই এলাকার ফ্রিজিয়া ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলাকালে অপরিচ্ছন্ন পরিবেশে এবং অননুমোদিত ক্যামিকেল ব্যবহার করে বিস্কুট তৈরির দায়ে এই জরিমানা করা হয়।
বিষয়টি সবুজ বাংলাকে সিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সঙরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা আনিছুর রহমান।
তিনি জানান, এর আগে বন্দর নগরী চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় তরমুজ বিক্রির প্রতিষ্ঠান তদারকি করা হয়। তদারকিকালে মূল্যতালিকা সংরক্ষণ না করা, ক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার দায়ে মোহাম্মদীয় ফল বিতানকে ১০ হাজার টাকা, চন্দনাইশ ফার্মকে ৭ হাজার টাকা এবং বোয়ালখালী ফল বিতানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।























