রাজধানীর বেইলী রোডের অভিজাত রেস্তোরাঁয় সিরিজি সিলিন্ডার বিস্ফোরণে ৪৬ জনের প্রাণহানির রেশ না কাটতেই এবার রাজধানীর মালিবাগ এলাকায় ‘হযরত শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্ট’ নামে একটি রেস্তোরাঁয় সিলিন্ডার গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হোটেলের ৪ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। এসময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিটের ফায়ার ফাইটাররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। পরে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল ও শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এরা হলেনÑ মারুফ (১৭), সবুজ (২০), জুলহাস (২১) ও হান্নান মিয়া (৪৫)। গতকাল বুধবার রাতে পুলিশ ও হাসপাতাল সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার সন্ধ্যার দিকে ইফতারের ঠিক ২-৩ মিনিট আগে মালিবাগ এলাকার ‘হযরত শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্ট’ নামে একটি রেস্তোরাঁয় ইফতার সামগ্রী বেচাকেনার কাজ করছিলেন রেস্তোরাঁর শ্রমিকরা। এসময় হঠাৎ করেই কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে রেস্তোরাঁর ভেতরে থাকা সিলিন্ডার গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুন লেগে গেলে রেস্তোরাঁর ৪ শ্রমিক দগ্ধ হন। তখন রেস্তোরাঁ ও আশপাশে ইফতার করার জন্য অপেক্ষায় থাকা সাধারণ মানুষসহ রোজাদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে একেকজন একেদিকে দৌড়ে নিরাপদে আশ্রয় গ্রহণ করেন। পরে আশপাশের লোকজন ও রেস্তোরাঁ কর্তৃপক্ষ দ্রুত দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় দোকানিরা জানান, ইফতারের দুই-তিন মিনিট আগে বিকট শব্দে মুরগির গ্রিল মেশিনের পাশে থাকা সিলিন্ডার বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে গ্রিল তৈরি করতে থাকা রেস্তোরাঁ শ্রমিক হান্নানের শরীরে আগুন লেগে গেলে তিনি দৌড়াতে থাকেন। পরে অন্য দোকানদাররা মিলে তার গায়ের আগুন নিভিয়ে তাকে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় দোকানের আরও কয়েকজন দগ্ধ হয়েছেন।
শাহজাহানপুর থানার পরিদর্শক মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে দৈনিক সবুজ বাংলাকে বলেন, ইফতার শুরুর মুহূর্তে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। তখন ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আহতদের হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয়রা।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে দৈনিক সবুজ বাংলাকে বলেন, মালিবাগের একটি রেস্তোরাঁয় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজন ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। আরেকজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন। ঢামেকে থাকা তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হবে বলে জানান চিকিৎসকরা।




















