গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের সিএস গেজেট বাতিল ও হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার,ভূমিদস্যু ও দালালদের অত্যাচার থেকে মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।শুক্রবার দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া(বকুলতলা) শ্রীপুর ফিলিং স্টেশন পাম্প সংলগ্ন এলাকায় মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জাতীয় শ্রমিকলীগ শ্রীপুর আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক শেখ জালাল আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ শ্রীপুর আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক মামুন বেপারি,আবু সাঈদ সহ প্রমুখ। বক্তরা বলেন, যে কোনো মূল্যে আমাদের সম্পদ রক্ষা করা হবে। যতদিন পর্যন্ত বন বিভাগের গেজেট অবমুক্ত করা না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তারা অবিলম্বে এলাকাবাসীর নামে বন বিভাগের দেওয়া হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার,ভূমিদস্যু ও দালালদের অত্যাচার থেকে মুক্তির দাবি জানান।




















