০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সবচেয়ে বয়স্ক পুরুষের মৃত্যু

(FILES) 112-year-old Venezuelan farmer Juan Vicente Pérez gestures at his home in San Jose de Bolivar, Tachira state, Venezuela, on January 24, 2022. Juan Vicente Pérez Mora, certified in 2022 by Guinness World Records as the world's longest-lived man, died on April 2, 2024, at the age of 114, authorities and relatives confirmed. (Photo by Jhonny PARRA / AFP)

হুয়ান ভিসেন্ট পেরেজ মোরা— বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের খেতাব ছিল তার দখলে। ভেনেজুয়েলার এ ব্যক্তি গতকাল মঙ্গলবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ১১৪ বছর। স্থানীয় সরকারি কর্মকর্তা ও পারিবারিক সূত্র হুয়ান ভিসেন্টের মৃত্যুর খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

হুয়ান ভিসেন্টের মৃত্যুতে এক্সে দেওয়া পোস্টে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো লিখেছেন, ‘হুয়ান ভিসেন্ট পেরেজ মোরা ১১৪ বছর বয়সে অনন্তলোকে যাত্রা করেছেন।’

 

এর আগে ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে হুয়ান ভিসেন্টের নাম গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডস বুকে ওঠে। গিনেস কর্তৃপক্ষ জানায়, তখন তার বয়স ছিল ১১২ বছর ২৫৩ দিন।

 

হুয়ান ভিসেন্ট ১১ সন্তানের পিতা। ২০২২ সাল পর্যন্ত তার ৪১ জন নাতি-নাতনি ছিল। একই সময়ে হুয়ানের নাতি-নাতনিদের সন্তানের মোট সংখ্যা ছিল ১৮। আর এ সময় তার নাতি-নাতনিদের সন্তানদের ঘরেও ছিল ১২ জন ছেলে-মেয়ে। পেশায় কৃষক ছিলেন হুয়ান ভিসেন্ট। তিনি টিও ভিসেন্ট নামে পরিচিত ছিলেন। ভেনেজুয়েলার তাচিরা রাজ্যের এল কোবরে শহরে ১৯০৯ সালের ২৭ মে তার জন্ম। মা-বাবার ১০ সন্তানের মধ্যে তিনি ছিলেন নবম।

 

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সামান্তা শারমিনের নতুন বার্তা

সবচেয়ে বয়স্ক পুরুষের মৃত্যু

আপডেট সময় : ০৭:১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪

হুয়ান ভিসেন্ট পেরেজ মোরা— বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের খেতাব ছিল তার দখলে। ভেনেজুয়েলার এ ব্যক্তি গতকাল মঙ্গলবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ১১৪ বছর। স্থানীয় সরকারি কর্মকর্তা ও পারিবারিক সূত্র হুয়ান ভিসেন্টের মৃত্যুর খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

হুয়ান ভিসেন্টের মৃত্যুতে এক্সে দেওয়া পোস্টে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো লিখেছেন, ‘হুয়ান ভিসেন্ট পেরেজ মোরা ১১৪ বছর বয়সে অনন্তলোকে যাত্রা করেছেন।’

 

এর আগে ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে হুয়ান ভিসেন্টের নাম গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডস বুকে ওঠে। গিনেস কর্তৃপক্ষ জানায়, তখন তার বয়স ছিল ১১২ বছর ২৫৩ দিন।

 

হুয়ান ভিসেন্ট ১১ সন্তানের পিতা। ২০২২ সাল পর্যন্ত তার ৪১ জন নাতি-নাতনি ছিল। একই সময়ে হুয়ানের নাতি-নাতনিদের সন্তানের মোট সংখ্যা ছিল ১৮। আর এ সময় তার নাতি-নাতনিদের সন্তানদের ঘরেও ছিল ১২ জন ছেলে-মেয়ে। পেশায় কৃষক ছিলেন হুয়ান ভিসেন্ট। তিনি টিও ভিসেন্ট নামে পরিচিত ছিলেন। ভেনেজুয়েলার তাচিরা রাজ্যের এল কোবরে শহরে ১৯০৯ সালের ২৭ মে তার জন্ম। মা-বাবার ১০ সন্তানের মধ্যে তিনি ছিলেন নবম।