আগামী ২৫ এপ্রিল নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির সুযোগ করে দিবে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। এদিন আর্চারি, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শুটিং, তায়কোয়ানডো, টেবিল টেনিস, ভলিবল, উশু, স্কোয়াশ, কাবাডি, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন খেলায় ১০-১৩ বৎসর এবং বক্সিং,জিমন্যাস্টিকস্, সাঁতার ও টেনিস খেলায় অনুর্ধ-৮-১২ বৎসর বয়সীদের থেকে খেলোয়াড় নির্বাচন করা হবে।
আর্চারি, অ্যাথলেটিক্স, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, শুটিং, টেবিল টেনিস, জিমন্যাস্টিকস, সাঁতার ও টেনিসে ছেলে ও মেয়ে এবং বাস্কেটবল, বক্সিং, কারাতে, তায়কোয়ানডো, ভলিবল, উশু, স্কোয়াশ, কাবাডি, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন ক্রীড়া বিভাগে শুধুমাত্র ছেলেদের বাছাই ও প্রশিক্ষণ প্রদান করা হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে বলা হয়েছে।

























