১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দপুরে জাসদ’র উদ‍্যোগে ঈদ  উপলক্ষে  দুস্থদের  মাঝে বস্ত্র বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ  জাসদের উদ‍্যোগে দুস্থদের  মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার  সন্ধ‍্যায় শহরের মুসলিম  উচ্চ বিদ‍্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে  প্রধান  অতিথি  ছিলেন সংগঠনের কেন্দ্রীয়  কমিটির  সাধারণ  সম্পাদক  সাবেক  ছাত্র নেতা বীর মুক্তিযোদ্ধা  নাজমুল হক প্রধান।
এদিনের অনুষ্ঠানে  প্রয়াত  জাসদ নেতা ও বীর মুক্তিযোদ্ধা  স্মরণে আলোচনা  করা হয়।
সংগঠনের উপজেলা  সহ সভাপতি  জামশেদ হাসমীর সভাপতিত্বে  অনুষ্ঠিত অনুষ্ঠানে  বিশেষ  অতিথি  ছিলেন কেন্দ্রীয়  নেতা এমরান আলামিন, শ্রী গৌতম  রায়, জাসদ রংপুর  শাখার  সভাপতি  শাহিনুর রহমান  বাদল, সাধারণ  সম্পাদক  আকতারুজ্জামান মন্ডল, কেন্দ্রীয়  সহ দপ্তর সম্পাদক  সাজ্জাদ  হোসেন  সোহাগ, কেন্দ্রীয়  সদস‍্য সাব্বির  আহমেদ।
দলের সৈয়দপুর  শাখার  সাধারণ  সম্পাদক  আশিক জনির সঞ্চালনায়  স্থানীয় নেতৃবৃন্দের  মধ‍্যে বক্তব্য  রাখেন সি পি বি সৈয়দপুর  শাখার  সভাপতি  দেলোয়ার  হোসেন  জাবিস্কো, জাসদ( ইনু) নেতা আজিজুল  হক, তসলিম  উদ্দিন  ও বীর মুক্তিযোদ্ধা  এজাবুল হক।
স্থানীয় নেতা তাদের বক্তব্যে  বাম ঐক্যের  দাবি তুলে ধরেন। এ বক্তব্যের  জবাবে প্রধান  অতিথি  নাজমুল হক প্রধান  বলেন বিশ্বব‍্যপি বাম আন্দোলনে ধ্বস নেমেছে। নতুন করে গবেষণা  হচ্ছে। সেজন‍্য তিনি সন্মলিত নাগরিক  আন্দোলনের প্রতি জোর দেয়ার আহবান  জানান।
আলোচনা  শেষে শতাধিক  দুস্থ মানুষের  হাতে শাড়ি, লুঙ্গি  ও শার্ট তুলে দেয়া হয়। এর পর ইফতারি করার মধ‍্য দিয়ে সমাপ্তি ঘোষনা করা হয় অনুষ্ঠানের।

জনপ্রিয় সংবাদ

সৈয়দপুরে জাসদ’র উদ‍্যোগে ঈদ  উপলক্ষে  দুস্থদের  মাঝে বস্ত্র বিতরণ

আপডেট সময় : ০২:৫৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ  জাসদের উদ‍্যোগে দুস্থদের  মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার  সন্ধ‍্যায় শহরের মুসলিম  উচ্চ বিদ‍্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে  প্রধান  অতিথি  ছিলেন সংগঠনের কেন্দ্রীয়  কমিটির  সাধারণ  সম্পাদক  সাবেক  ছাত্র নেতা বীর মুক্তিযোদ্ধা  নাজমুল হক প্রধান।
এদিনের অনুষ্ঠানে  প্রয়াত  জাসদ নেতা ও বীর মুক্তিযোদ্ধা  স্মরণে আলোচনা  করা হয়।
সংগঠনের উপজেলা  সহ সভাপতি  জামশেদ হাসমীর সভাপতিত্বে  অনুষ্ঠিত অনুষ্ঠানে  বিশেষ  অতিথি  ছিলেন কেন্দ্রীয়  নেতা এমরান আলামিন, শ্রী গৌতম  রায়, জাসদ রংপুর  শাখার  সভাপতি  শাহিনুর রহমান  বাদল, সাধারণ  সম্পাদক  আকতারুজ্জামান মন্ডল, কেন্দ্রীয়  সহ দপ্তর সম্পাদক  সাজ্জাদ  হোসেন  সোহাগ, কেন্দ্রীয়  সদস‍্য সাব্বির  আহমেদ।
দলের সৈয়দপুর  শাখার  সাধারণ  সম্পাদক  আশিক জনির সঞ্চালনায়  স্থানীয় নেতৃবৃন্দের  মধ‍্যে বক্তব্য  রাখেন সি পি বি সৈয়দপুর  শাখার  সভাপতি  দেলোয়ার  হোসেন  জাবিস্কো, জাসদ( ইনু) নেতা আজিজুল  হক, তসলিম  উদ্দিন  ও বীর মুক্তিযোদ্ধা  এজাবুল হক।
স্থানীয় নেতা তাদের বক্তব্যে  বাম ঐক্যের  দাবি তুলে ধরেন। এ বক্তব্যের  জবাবে প্রধান  অতিথি  নাজমুল হক প্রধান  বলেন বিশ্বব‍্যপি বাম আন্দোলনে ধ্বস নেমেছে। নতুন করে গবেষণা  হচ্ছে। সেজন‍্য তিনি সন্মলিত নাগরিক  আন্দোলনের প্রতি জোর দেয়ার আহবান  জানান।
আলোচনা  শেষে শতাধিক  দুস্থ মানুষের  হাতে শাড়ি, লুঙ্গি  ও শার্ট তুলে দেয়া হয়। এর পর ইফতারি করার মধ‍্য দিয়ে সমাপ্তি ঘোষনা করা হয় অনুষ্ঠানের।