১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন আফসানা 

 বাগেরহাট জেলার মোড়েলগন্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট কুমারখালী গ্রামের বেলায়েত হোসেন  শেখ (তাগারী বেলায়েত) এর  মেয়ে আফসানা আক্তার (২৫) এর বিরুদ্ধে একাধিক বিয়ের নামে প্রতারনার অভিযোগ উঠেছেজানা গেছে, আফসানা আক্তার পিরোজপুর সদরে টি বিয়ে সহ ঢাকা আঁগারগাও বরিশালে সর্বমোট টি বিয়ে করেছেন অনুসন্ধান করে জানা যায় প্রতিটি বিয়েতে সে কুমারি বলে এবং মোটা অঙ্কের দেনমোহর নিয়ে এসমস্ত বিয়ে করেছেন

 


আফসানা ঢাকা আঁগারগাও মিরাজ নামের এক ছেলেকে বিয়ে করে মিরাজ সহ তার পরিবারের বিরুদ্ধে মামলা দিয়ে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পরিবারকে  সর্বশান্ত করে দিয়েছেনএছারা পিরোজপুর শংঙ্করপাসা ইউনিয়নের দক্ষিন শংকরপাশা গ্রামের  রাড়িবাড়ি স্টানের মোস্তফা মোল্লার ছেলে আলামিন মোল্লাকে বিয়ে করে হয়রানি করে নগদ লক্ষ টাকা হাতিয়ে নেয়। 

 


আলামিন নাজিরপুর উপজেলা সমাজ সেবা অধিদপ্তরে চাকরীরত অবস্থায় তার  সংসার থেকে পালিয়ে বরিশালের মাহাবুব নামের এক ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পরে। এর পরে মাহাবুবের সাথে পালিয়ে গিয়ে তিন মাসের অন্তসত্তা হয়ে পরে।এরপর আফসানার পিতা বেলায়েত সেখান থেকে মেয়েকে এনে আলামিনের নামে হয়রানিমূলক বাগেরহাট কোর্ট সহ বিভাগীয় মামলা দিয়ে লক্ষ টাকার বিনিময়ে আলামিনের সাথে তালাক প্রদান করান

 


এছারাও আফসানা পিরোজপুরে পৌর এলাকার শিকারপুরের মাহামুদ হোসেনকে চাকরি দেয়ার নাম করে লক্ষ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে করে  এবং অভিনব কায়দায় নগদ ছয় লক্ষ টাকা আত্মস্বাৎ করেন আফসানা বিয়ের পরে স্বামীর বাড়িতে না থাকার কৌশল করে বাবার বাড়িতে গিয়ে প্রেম পরকিয়া লিপ্ত হয় বলে জানান মাহামুদ।তিনি অভিযোগ করে আরও বলেন, এ সমস্ত অপকর্মের নেপথ্যে রয়েছেন পিরোজপুরে শহরের এক ব্যবসায়ী প্রভাবশালি ব্যাক্তি আফসানার ছোট চাচা জামাল শেখ  তার বউ, সহ মেজ বোন বোনের স্বামী সহ তার ছোট খালা শিমুল রিক্সাচালক খালু সোহেলের প্রকাশ্য সহযোগীতায় এসমস্ত কর্মকান্ড করে আসছেন। 

জনপ্রিয় সংবাদ

বিয়ের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন আফসানা 

আপডেট সময় : ০৯:৪১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

 বাগেরহাট জেলার মোড়েলগন্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট কুমারখালী গ্রামের বেলায়েত হোসেন  শেখ (তাগারী বেলায়েত) এর  মেয়ে আফসানা আক্তার (২৫) এর বিরুদ্ধে একাধিক বিয়ের নামে প্রতারনার অভিযোগ উঠেছেজানা গেছে, আফসানা আক্তার পিরোজপুর সদরে টি বিয়ে সহ ঢাকা আঁগারগাও বরিশালে সর্বমোট টি বিয়ে করেছেন অনুসন্ধান করে জানা যায় প্রতিটি বিয়েতে সে কুমারি বলে এবং মোটা অঙ্কের দেনমোহর নিয়ে এসমস্ত বিয়ে করেছেন

 


আফসানা ঢাকা আঁগারগাও মিরাজ নামের এক ছেলেকে বিয়ে করে মিরাজ সহ তার পরিবারের বিরুদ্ধে মামলা দিয়ে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পরিবারকে  সর্বশান্ত করে দিয়েছেনএছারা পিরোজপুর শংঙ্করপাসা ইউনিয়নের দক্ষিন শংকরপাশা গ্রামের  রাড়িবাড়ি স্টানের মোস্তফা মোল্লার ছেলে আলামিন মোল্লাকে বিয়ে করে হয়রানি করে নগদ লক্ষ টাকা হাতিয়ে নেয়। 

 


আলামিন নাজিরপুর উপজেলা সমাজ সেবা অধিদপ্তরে চাকরীরত অবস্থায় তার  সংসার থেকে পালিয়ে বরিশালের মাহাবুব নামের এক ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পরে। এর পরে মাহাবুবের সাথে পালিয়ে গিয়ে তিন মাসের অন্তসত্তা হয়ে পরে।এরপর আফসানার পিতা বেলায়েত সেখান থেকে মেয়েকে এনে আলামিনের নামে হয়রানিমূলক বাগেরহাট কোর্ট সহ বিভাগীয় মামলা দিয়ে লক্ষ টাকার বিনিময়ে আলামিনের সাথে তালাক প্রদান করান

 


এছারাও আফসানা পিরোজপুরে পৌর এলাকার শিকারপুরের মাহামুদ হোসেনকে চাকরি দেয়ার নাম করে লক্ষ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে করে  এবং অভিনব কায়দায় নগদ ছয় লক্ষ টাকা আত্মস্বাৎ করেন আফসানা বিয়ের পরে স্বামীর বাড়িতে না থাকার কৌশল করে বাবার বাড়িতে গিয়ে প্রেম পরকিয়া লিপ্ত হয় বলে জানান মাহামুদ।তিনি অভিযোগ করে আরও বলেন, এ সমস্ত অপকর্মের নেপথ্যে রয়েছেন পিরোজপুরে শহরের এক ব্যবসায়ী প্রভাবশালি ব্যাক্তি আফসানার ছোট চাচা জামাল শেখ  তার বউ, সহ মেজ বোন বোনের স্বামী সহ তার ছোট খালা শিমুল রিক্সাচালক খালু সোহেলের প্রকাশ্য সহযোগীতায় এসমস্ত কর্মকান্ড করে আসছেন।