০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে রশিদ ছাড়া পণ্য বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

 

রশিদ ছাড়া পণ্য বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  শনিবার (২০ এপ্রিল) দুপুর তিনটার দিকে নগরীর খাতুনগঞ্জে বাকলিয়া সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এফ এম শামীম অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।

 

 

এসময় বিভিন্ন আড়তে মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করা হচ্ছে কিনা তা যাচাই করা হয়৷নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এফ এম শামীম বলেন, ঈদ পরবর্তী সময়ে পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে জেলাপ্রশাসনের নিয়মিত কার্যক্রমে অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

 

 

এসময় দুটি প্রতিষ্ঠানে রশিদ ছাড়া পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। তাই কৃষি বিপনন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠান দুটির মালিককে দশ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে কৃষি বিপনন অধিদপ্তরের কর্মকর্তা এবং  কোতোয়ালী থানার একটি পুলিশের একটি টিম সঙ্গে ছিলেন। 

জনপ্রিয় সংবাদ

সপরিবারে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

চট্টগ্রামে রশিদ ছাড়া পণ্য বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০৭:০১:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

 

রশিদ ছাড়া পণ্য বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  শনিবার (২০ এপ্রিল) দুপুর তিনটার দিকে নগরীর খাতুনগঞ্জে বাকলিয়া সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এফ এম শামীম অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।

 

 

এসময় বিভিন্ন আড়তে মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করা হচ্ছে কিনা তা যাচাই করা হয়৷নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এফ এম শামীম বলেন, ঈদ পরবর্তী সময়ে পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে জেলাপ্রশাসনের নিয়মিত কার্যক্রমে অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

 

 

এসময় দুটি প্রতিষ্ঠানে রশিদ ছাড়া পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। তাই কৃষি বিপনন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠান দুটির মালিককে দশ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে কৃষি বিপনন অধিদপ্তরের কর্মকর্তা এবং  কোতোয়ালী থানার একটি পুলিশের একটি টিম সঙ্গে ছিলেন।