০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নৌ পুলিশের অভিযানে ডিজেলসহ  আটক ২  

সদরঘাট নৌ পুলিশের অভিযানে একটি কাঠের নৌকা ও ১ টন ৪০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। 

 

 

অভিনব কায়দায় একটি শক্তিশালী সিণ্ডিকেট দেশী বিদেশী জাহাজ থেকে ডিজেল চোরাই পথে কিনে এনে চাক্তাই, রাজাখালীসহ বিভিন্ন এলাকায় রাতের আধারে তুলে গুদামজাত করে আসছে। নেৌ পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যদের ম্যানেজ করে এসব চোরাই ডিজেলসহ নানা ধরনের জ্বালানী বেচাকেনা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। নগরীর সদরঘাট, মাঝিরঘাট, চাক্তাই, রাজাখালী এলাকার একটি শক্তিশালী সিণ্ডিকেট এই চোরাই জ্বালানী তেলের ব্যবসা চালিয়ে আসছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন।

 

 

শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে কর্ণফুলী নদীর ঘাটের কিনারা থেকে এসআই সনজিব কান্তি নাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই তেল বোঝাই নৌকা জব্দ করা হয়। অভিযানে আরাফাতুল ইসলাম ও ফয়সাল আহমেদ নামে দুইজনকে আটক করা হয়।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, রাতে অভিযান পরিচালনা করে ডিজেল বোঝাই একটি নৌকা আটক করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নৌ পুলিশের অভিযানে ডিজেলসহ  আটক ২  

আপডেট সময় : ০৬:৫১:১১ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪

সদরঘাট নৌ পুলিশের অভিযানে একটি কাঠের নৌকা ও ১ টন ৪০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। 

 

 

অভিনব কায়দায় একটি শক্তিশালী সিণ্ডিকেট দেশী বিদেশী জাহাজ থেকে ডিজেল চোরাই পথে কিনে এনে চাক্তাই, রাজাখালীসহ বিভিন্ন এলাকায় রাতের আধারে তুলে গুদামজাত করে আসছে। নেৌ পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যদের ম্যানেজ করে এসব চোরাই ডিজেলসহ নানা ধরনের জ্বালানী বেচাকেনা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। নগরীর সদরঘাট, মাঝিরঘাট, চাক্তাই, রাজাখালী এলাকার একটি শক্তিশালী সিণ্ডিকেট এই চোরাই জ্বালানী তেলের ব্যবসা চালিয়ে আসছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন।

 

 

শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে কর্ণফুলী নদীর ঘাটের কিনারা থেকে এসআই সনজিব কান্তি নাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই তেল বোঝাই নৌকা জব্দ করা হয়। অভিযানে আরাফাতুল ইসলাম ও ফয়সাল আহমেদ নামে দুইজনকে আটক করা হয়।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, রাতে অভিযান পরিচালনা করে ডিজেল বোঝাই একটি নৌকা আটক করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।