০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে গুলি করে যুবককে হত্যা 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে ছাত্রশিবিরের নেতা মোহাম্মদ জামাল উদ্দিন (৩২) নিহত হয়েছেন। একই ঘটনায় নাসির উদ্দীন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
গত শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে  দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ গুলির শব্দ শোনা যায়।   পরে এলাকাবাসী এসে রাস্তার পাশে জামাল উদ্দিনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত নাসির উদ্দীনকে স্থানীয়রা উদ্ধার করে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
নিহত জামাল উদ্দিন মৃত ইউসুফের পুত্র। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। জামালের মাথার বাম পাশে ও কোমরের নিচের দিকে গুলির চিহ্ন পাওয়া গেছে। লেলাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতের অন্ধকারে বহিরাগত সশস্ত্র ব্যক্তিরা এসে জামালকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। আরেকজন আহত হয়েছেন।
 আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
এ ব্যাপারে সাবেক শিবির নেতা কামাল উদ্দিন জানান, জামাল একজন শিবির কর্মী। তিনি দীর্ঘদিন ধরে শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিল। এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে তিনি এর সুষ্টু তদন্ত পুর্বক হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তের গুলিতে একজন নিহত ও একজন আহত হওয়ার খবর পেয়েছি। তদন্তের স্বার্থে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।
 অতিরিক্ত পুলিশ সুপার(হাটহাজারী সার্কেল) কাজি তারেক আজিজ  জানান, লাশ উদ্ধারের পর থানায় নেওয়া হয়েছে। পোস্টমর্টেমের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পরিবারের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে এলপি গ্যাসের হাহাকার

ফটিকছড়িতে গুলি করে যুবককে হত্যা 

আপডেট সময় : ০৬:২০:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে ছাত্রশিবিরের নেতা মোহাম্মদ জামাল উদ্দিন (৩২) নিহত হয়েছেন। একই ঘটনায় নাসির উদ্দীন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
গত শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে  দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ গুলির শব্দ শোনা যায়।   পরে এলাকাবাসী এসে রাস্তার পাশে জামাল উদ্দিনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত নাসির উদ্দীনকে স্থানীয়রা উদ্ধার করে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
নিহত জামাল উদ্দিন মৃত ইউসুফের পুত্র। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। জামালের মাথার বাম পাশে ও কোমরের নিচের দিকে গুলির চিহ্ন পাওয়া গেছে। লেলাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতের অন্ধকারে বহিরাগত সশস্ত্র ব্যক্তিরা এসে জামালকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। আরেকজন আহত হয়েছেন।
 আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
এ ব্যাপারে সাবেক শিবির নেতা কামাল উদ্দিন জানান, জামাল একজন শিবির কর্মী। তিনি দীর্ঘদিন ধরে শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিল। এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে তিনি এর সুষ্টু তদন্ত পুর্বক হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তের গুলিতে একজন নিহত ও একজন আহত হওয়ার খবর পেয়েছি। তদন্তের স্বার্থে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।
 অতিরিক্ত পুলিশ সুপার(হাটহাজারী সার্কেল) কাজি তারেক আজিজ  জানান, লাশ উদ্ধারের পর থানায় নেওয়া হয়েছে। পোস্টমর্টেমের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পরিবারের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শু/সবা