চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা ( পাল্লা) গ্রামের মাটি ব্যবসায়ী (মাটি দস্যু) হারুনের ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই মাটি ব্যবসায়ী দীর্ঘদিন যাবত ফসলী জমিন কেটে সরকারি রাস্তা তছনছ করে অবৈধভাবে মাটির ব্যবসা করে আসছিল।
২৪ এপ্রিল বুধবার দুপুরে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাটি ব্যবসায় হারুনের এক লক্ষ টাকা জরিমানা করেন। এ সময় অবৈধভাবে মাটি ব্যবসা না করার শর্তে হারুন মুচলেখা প্রদান করা।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান,ইউপি মেম্বারসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।মোবাইল কোর্টে সহযোগিতা করেন চাটখিল থানা পুলিশ।

























