০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীপুরে বালুবাহী ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

গাজীপুরের শ্রীপুরের বালুবাহী ডাম্প ট্রাকের চাপায় ঘটনাস্থলেই এক অটোরিকশা  চালকের  মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার সকাল সাড়ে  ৮টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের প্রশিকা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

খবর পেয়ে নিহতের স্বজনরা মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছেন। এতে দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিহত অটোরিকশার চালকের নাম সুজন (৩৫)। তিনি শ্রীপুর পৌর এলাকার কড়ইতলা গ্রামের মৃত জয়নালের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে একটি বালুভর্তি ট্রাক মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে যাচ্ছিল। এ সময় পল্লীবিদ্যুৎ মোড়ে পৌঁছালে অটোরিকশাটিকে ধাক্কা দেয় ট্রাকটি।

 

 

 

 

এতে পেছনের চাকায় নিচে পড়ে অটোরিকশার চালক ঘটনাস্থলেই নিহত হন। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। শ্রীপুর থানার উপপরিদর্শক মো. হেলাল উদ্দিন বলেন, অটোরিকশা চালক নিহতের ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। কিন্তু চালক ও সহকারী পালিয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে বালুবাহী ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

আপডেট সময় : ০৬:২৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

গাজীপুরের শ্রীপুরের বালুবাহী ডাম্প ট্রাকের চাপায় ঘটনাস্থলেই এক অটোরিকশা  চালকের  মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার সকাল সাড়ে  ৮টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের প্রশিকা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

খবর পেয়ে নিহতের স্বজনরা মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছেন। এতে দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিহত অটোরিকশার চালকের নাম সুজন (৩৫)। তিনি শ্রীপুর পৌর এলাকার কড়ইতলা গ্রামের মৃত জয়নালের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে একটি বালুভর্তি ট্রাক মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে যাচ্ছিল। এ সময় পল্লীবিদ্যুৎ মোড়ে পৌঁছালে অটোরিকশাটিকে ধাক্কা দেয় ট্রাকটি।

 

 

 

 

এতে পেছনের চাকায় নিচে পড়ে অটোরিকশার চালক ঘটনাস্থলেই নিহত হন। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। শ্রীপুর থানার উপপরিদর্শক মো. হেলাল উদ্দিন বলেন, অটোরিকশা চালক নিহতের ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। কিন্তু চালক ও সহকারী পালিয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।