০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীপুরে স্বামী-স্ত্রীর মাঝে  দ্বন্দ্ব,স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে স্বামী-স্ত্রীর মাঝে  দ্বন্দ্বের জেরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) দুপুরে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দরগাচালা গ্রামে (নারিশ গেট) সংলগ্ন মিনার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আসমা আক্তার (২৮) দরগাচালা গ্রামের মিনার হোসেনের স্ত্রী। তাদের সংসারে ৪ ছেলে রয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। আসামা একই এলাকার গোলাম রব্বানীর মেয়ে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজমুল ইসলাম রাত ৮টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিববার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী মিনার হোসেন তার স্ত্রী আসমা আক্তারের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এসময় গুরুতর জখম হয়ে সে মাটিতে পড়ে গেলে স্বজনেরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ওই হাসপাতালে নেয়ার পথে আসমা আক্তার মারা যায়। ঘটনাস্থলে শ্রীপুর থানা পুলিশের দুইটি টিম মোতায়েন রয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া করছে।
জনপ্রিয় সংবাদ

চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা

শ্রীপুরে স্বামী-স্ত্রীর মাঝে  দ্বন্দ্ব,স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৯:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
গাজীপুরের শ্রীপুরে স্বামী-স্ত্রীর মাঝে  দ্বন্দ্বের জেরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) দুপুরে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দরগাচালা গ্রামে (নারিশ গেট) সংলগ্ন মিনার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আসমা আক্তার (২৮) দরগাচালা গ্রামের মিনার হোসেনের স্ত্রী। তাদের সংসারে ৪ ছেলে রয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। আসামা একই এলাকার গোলাম রব্বানীর মেয়ে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজমুল ইসলাম রাত ৮টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিববার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী মিনার হোসেন তার স্ত্রী আসমা আক্তারের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এসময় গুরুতর জখম হয়ে সে মাটিতে পড়ে গেলে স্বজনেরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ওই হাসপাতালে নেয়ার পথে আসমা আক্তার মারা যায়। ঘটনাস্থলে শ্রীপুর থানা পুলিশের দুইটি টিম মোতায়েন রয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া করছে।