ভালুকা মডেল থানার একদল পুলিশ সোমবার (৬ মে) সকালে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই অটোরিক্সা চোরকে গ্রেফতার করেছে। পরে তাদের দেওয়া তথ্যমতে গ্যারেজ থেকে যন্ত্রাংশ খোলা অবস্থায় একটি অটোরিক্সা উদ্ধার করা হয়।
ওসি কামাল আকন্দ জানান, দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে ভালুকার বিভিন্ন এলাকা থেকে অটোরিক্সা চুরি করে আসছিল এই চোরেরা। সোমবার সকালে তারা গোপন সংবাদ পেয়ে জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মিলন মিয়া (২৫) ও বিল্লাল হোসেন নামে দুই চোরকে গ্রেফতার করেন। পরে তাদের তথ্যের ভিত্তিতে একটি গ্যারেজ থেকে যন্ত্রাংশ খোলা অবস্থায় অটোরিক্সা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।






















