০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় শ্রমিক বিক্ষোভ মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী শিল্পা লের জামিরদিয়া এলাকায় অবস্থিত লাবিব গ্রুপের সহযোগি প্রতিষ্ঠান রাইদা কালেকশন লিমিটেড নামে একটি সোয়েটার কারখানার শ্রমিকরা বেতন, ঈদ বোনাস, হাজিরা বোনাস, কাজের মজুরী ও বার্ষিক ছুটির টাকা কম দেওয়াসহ শ্রমিকদের সাথে কারখানার উপ-ব্যবস্থাপনা পরিচালকের (ডিএমডি) দুর্ব্যবহারের প্রতিবাদে গতকাল সোমবার (৬ মে) দুপুরে বিক্ষোভ শুরু করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা জামিরদিয়া মায়ের মসজিদের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখেন। পরে শিল্প পুলিশ ও ইউএনওর  আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয় নিয়ে ফ্যাক্টরীর শ্রমিকদের মাঝে অসন্তোষ বিরাজ করছিল। কাজের রেইট কম, ঈদ বোনাস কম, একজন শ্রমিকরা কিছু বলতে গেলে ডিএমডি মাজাহারুল ইসলাম তাদেরকে বলে পাছায় লাথি মেরে ফ্যাক্টরী থেকে বের করে দেবে। ডিএমডি স্থানীয় লোক এজন্য দাপট দেখায়। তাদেরকে অফিসে ডেকে নিয়ে বিভিন্ন হুমকি দেয়। এরই প্রতিবাদে শ্রমিকরা সোমবার ফ্যাক্টরীর ভেতরে ও বাহিরে বিক্ষোভ শুরু করে। পরে সেটি মহাসড়কে গড়ায়। দীর্ঘক্ষণ মহাসড়কে দাবি দাওয়ার বিভিন্ন শ্লোগান দিয়ে অবরোধ করে রাখে। সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে শিল্প পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে ছুটে যান।

ময়মনসিংহ শিল্প জোন-৫ এর পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রাইদা কালেকশন ফ্যাক্টরীর শ্রমিকদের কিছু দাবি দাওয়ার বিষয় নিয়ে মূলত মহাসড়ক অবরোধের ঘটনা। বিষয়টি জানতে পেরে তারা দ্রুতই ঘটনাস্থলে পৌছান। সেখানে বিক্ষুব্ধ শ্রমিকদের কথা শুনেন। তাদের দাবি দাওয়ার বিষয়গুলো নিয়ে পরে ফ্যাক্টরী প্রশাসনের কথা বলেন তারা। পরবর্তীতে উভয়পক্ষ বসে সেটি মিমাংসা করার আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জানমাল বা কোনো জিনিসের ক্ষয়ক্ষতি হয়নি।

জনপ্রিয় সংবাদ

ভালুকায় শ্রমিক বিক্ষোভ মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৬:৩৫:১১ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী শিল্পা লের জামিরদিয়া এলাকায় অবস্থিত লাবিব গ্রুপের সহযোগি প্রতিষ্ঠান রাইদা কালেকশন লিমিটেড নামে একটি সোয়েটার কারখানার শ্রমিকরা বেতন, ঈদ বোনাস, হাজিরা বোনাস, কাজের মজুরী ও বার্ষিক ছুটির টাকা কম দেওয়াসহ শ্রমিকদের সাথে কারখানার উপ-ব্যবস্থাপনা পরিচালকের (ডিএমডি) দুর্ব্যবহারের প্রতিবাদে গতকাল সোমবার (৬ মে) দুপুরে বিক্ষোভ শুরু করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা জামিরদিয়া মায়ের মসজিদের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখেন। পরে শিল্প পুলিশ ও ইউএনওর  আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয় নিয়ে ফ্যাক্টরীর শ্রমিকদের মাঝে অসন্তোষ বিরাজ করছিল। কাজের রেইট কম, ঈদ বোনাস কম, একজন শ্রমিকরা কিছু বলতে গেলে ডিএমডি মাজাহারুল ইসলাম তাদেরকে বলে পাছায় লাথি মেরে ফ্যাক্টরী থেকে বের করে দেবে। ডিএমডি স্থানীয় লোক এজন্য দাপট দেখায়। তাদেরকে অফিসে ডেকে নিয়ে বিভিন্ন হুমকি দেয়। এরই প্রতিবাদে শ্রমিকরা সোমবার ফ্যাক্টরীর ভেতরে ও বাহিরে বিক্ষোভ শুরু করে। পরে সেটি মহাসড়কে গড়ায়। দীর্ঘক্ষণ মহাসড়কে দাবি দাওয়ার বিভিন্ন শ্লোগান দিয়ে অবরোধ করে রাখে। সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে শিল্প পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে ছুটে যান।

ময়মনসিংহ শিল্প জোন-৫ এর পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রাইদা কালেকশন ফ্যাক্টরীর শ্রমিকদের কিছু দাবি দাওয়ার বিষয় নিয়ে মূলত মহাসড়ক অবরোধের ঘটনা। বিষয়টি জানতে পেরে তারা দ্রুতই ঘটনাস্থলে পৌছান। সেখানে বিক্ষুব্ধ শ্রমিকদের কথা শুনেন। তাদের দাবি দাওয়ার বিষয়গুলো নিয়ে পরে ফ্যাক্টরী প্রশাসনের কথা বলেন তারা। পরবর্তীতে উভয়পক্ষ বসে সেটি মিমাংসা করার আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জানমাল বা কোনো জিনিসের ক্ষয়ক্ষতি হয়নি।