ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৭ মে) সকালে সর্বজনিন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও আলী নুর খান।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইলিয়াস কা নের পরিচালনায় বক্তব্য রাখেন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, এসিল্যান্ড ফারহান লাবিব জিসান, আ’লীগ সভাপতি এডভোকেট শওকত আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মতিউর রহমান, ভালুকা সরকারি কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান তুহীন, ইউপি চেয়ারম্যান এস এম আকরাম হোসাইন, অগ্রণী ব্যাংক, ভালুকা শাখার ব্যবস্থাপক জাকির হোসেন, কৃষি ব্যাংক ভালুকা শাখার সহকারী ব্যবস্থাপক কাজী আলম ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান প্রমুখ।
এ ছাড়া ইউপি সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের নাগরিকগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় সর্বজনিন পেনশন স্কিম সংক্রান্ত একটি ডকুমেন্টারী প্রদর্শন করেন এসিল্যান্ড।
























