রোববার ১২ মে, সকাল ১১টায় কক্সবাজার সদর হাসপাতালে ওয়ার্ড মাস্টার নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দিতে এসে কক্সবাজারের রামু উপজেলার কলঘর এলাকার মকবুল আহম্মদ এর ছেলে দেলোয়ার নামে এক যুবককে আটক করে এনএসআই।
আটক দেলোয়ার সাংবাদিকের প্রশ্নের জবাবে কুতুবদিয়া উপল শরীফ নামে এক জনের সাথে কয়দিন আগে পরিচয় হয়। তার অনুরোধে সে আজ উপল শরীফের হয়ে ভাইভা পরীক্ষা দিতে আসেন’। টাকা পয়সার বিনিময়ে পরীক্ষা দিতে এসেছে কিনা জানতে চাইলে আটক দেলোয়ার তা অশ্বিকার করেন। এবং একপর্যায়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হন।
অভিযানে নেতৃত্ব দেয়া এনএসআই এর এক কর্মকর্তা বলেন ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফক্সি পরীক্ষা দিতে আসা দেলোয়ারকে আমরা একটা করতে সক্ষম হই।
আটক দেলোয়ারকে পুলিশের হাতে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে। পুলিশ তাদের আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করবে বলে জানান।





















