সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে করনীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন অডিটরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে ও জামালপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী’র সঞ্চালনায় এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিজন কুমার চন্দ, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান বেলাল, জামালপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিয়াউল হক প্রমুখ।
বক্তারা বলেন, গ্রাম-গঞ্জে মসজিদ ও মন্দির ভিত্তিক নৈতিক শিক্ষার ব্যবস্থা রয়েছে। কিন্তু প্রাথমিক বিদ্যালয় ভিত্তিক নৈতিক শিক্ষার ব্যবস্থা নেই। প্রাথমিক বিদ্যালয়ে নৈতিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। তা হলেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাসহ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করা সম্ভব হবে মনে করেন বক্তারা। তাই প্রাথমিক বিদ্যালয়ে নৈতিক শিক্ষার ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান।
এছাড়াও মতবিনিময় সভায় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ তাদের নানাবিধ সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস প্রাথমিক শিক্ষার গুনগুন মান উন্নয়নে করনীয় শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করেন।
মতবিনিময় সভায় জামালপুর সদর উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।























