দৈনিক সবুজ বাংলার ব্যুরো প্রধান জয়নাল আবেদীনকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছেন অজ্ঞাত পরিচয় সন্ত্রাসী। গতকাল সকালে তাকে এই হত্যার হুমকি দেওয়া হয়।
সাংবাদিক জয়নাল আবেদীন বলেন, সকাল পৌণে ১০টার দিকে পরপর দুইবার অজ্ঞাত পরিচয় একজন নগরের চরপাড়া এলাকার পরিচয় দিয়ে তাকে গালাগালি করে। সে হুমকি দিয়ে বলে- ‘চরপাড়া এলাকায় তাকে একা পেলে খুন করা হবে।’ ময়মনসিংহের ব্যুরো প্রধান জয়নাল বলেন, এ ঘটনায় তিনি কোতোয়ালি মডেল থানায় সাধারন ডায়েরি করেছি। হুমকিদাতাকে দ্রুত আইনের আওতায় আনতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছি।
এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, আমরা দ্রুত ব্যবস্থা নেব।




















