সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী জ্ঞান রঞ্জন ত্রিপুরা বলেছেন, গত ১০ বছর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ছিলাম জনগণের সুখে দুখে পাশে ছিলাম ও এলাকায় উন্নয়ন করে আসলাম গ্রাম বাসীরা সবাই জানা।
তিনি আরো বলেন, এখন সময় সুযোগ এসেছে ভোটারদের সিদ্ধান্ত নেওয়ার। আমি যদি ২১ তারিখ নির্বাচিত হয়, বাঁকী যে যে এলাকায় উন্নয়ন করা প্রয়োজন সে বিষয় আমার ওপর ছেড়ে দাও।
সোমবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদরে পশ্চিম গোলাবাড়ি ত্রিপুরা পাড়ায় ওঠান বৈঠক সভায় কৈ মাছ প্রতীকে ভোট চেয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এলাকার সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা চাই, ভোটারদের থেকে ভোট প্রার্থনা করেছেন।
এসময় পশ্চিম গোলাবাড়ি কারবারি জ্ঞানেন্দ্র ত্রিপুরার সভাপতিত্বে খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আম্যে মারমা,মেম্বার রাম কুমার , মহিলা মেম্বার মিলি ত্রিপুরা, ২৬২ নং গোলাবাড়ি হেডম্যান অংক্যচিং চৌধুরী, ফুলেন্দ্র ত্রিপুরাসহ সমর্থকরা উপস্থিত ছিলেন।























