রংপুরের মিঠাপুকুরে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে জাল ভোট দেওয়ার অপরাধে রুমান মিয়া (২৭) ও বাদশা মিয়া (২৮) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে শঠিবাড়ি কলেজ ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। রুমান মিয়া ও বাদশা মিয়ার বাড়ী উপজেলার শঠিবাড়ি দূর্গাপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, শঠিবাড়ি কলেজ ভোটকেন্দ্রে মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ৭/৮ জন যুবক ভোটকেন্দ্রে প্রবেশ করে জোরপূর্বক ব্যালট পেপার কেড়ে নিয়ে সিল মারার চেষ্টা করে।
এ সময় দুইজনকে আটক করা হরে্য বাকিরা পালিয়ে যান। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।























