আসন্ন সদর উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে ফেনীর কালিদহ ইউনিয়নের তুলাবাড়ীয়া স্কুল মাঠে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার কালিদহ ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে সমাবেশে কালিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিমের সভাপতিত্বে ও জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মঞ্জিলা আক্তার মিমির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বি.কম, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শুসেন চন্দ্র শীল, ভাইস চেয়ারম্যান এ.কে শহীদ উল্যাহ খোন্দকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শুকদেব নাথ তপন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আমির হোসেন বাহার, সদর উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক করিম উল্লাহ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুর্শিদা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারীদের যে অগ্রাধিকার দিয়েছে অতীতের কোন সরকার সেই সুবিধা দেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করেছে। তাই সকল ভোটারদের মনে রাখতে হবে। আপনাদের যা যখন দরকার হয়েছে সরকারের পক্ষ থেকে আমাদের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী আপনাদের কাছে পৌঁছে দিয়েছে।
আগামীতেও আপনাদের জন্য আরো কাজ করতে আপনারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন। সমাবেশ বক্তারা আরো বলেন, বাংলাদেশে গত ১৫ বছর বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা টানা ক্ষমতায় থাকার কারণে সারা দেশের ন্যায় ফেনী জেলায় যে উন্নয়ন হয়েছে তা অতিতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের চেয়ারম্যান প্রার্থী শুসেন চন্দ্র শীল কে দোয়াত করম, ভাইস চেয়ারম্যান এ.কে শহীদ উল্যাহ খোন্দকারকে টিউবওয়েল ও মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তারকে কলস মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে আনতে সকলকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে।




















