ঢাকা জেলা সাভারে ডিবি (উত্তর) , ঢাকা জেলা কর্তৃক বিশেষ অভিযানে ৫০০ (পাঁচশত পিচ ইয়াবা ট্যাবলেট) ও ২০ (বিশ) গ্রাম হেরোইনসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বুধবার (২২) মে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে এসআই/মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সাভার থানাধীন তেঁতুলঝোড়া এলাকায় বিশেষ অভিযানে ৫০০ (পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ (বিশ) গ্রাম হেরোইনসহ (১) মোঃ জাহাঙ্গীর আলম (৫২), পিতা-গোলাম মোস্তফা, মাতা-মরিয়াম বেগম সাং-ভরারী জামুর, থানা-সাভার এ/পি- জনতা হাউজিং, তেতুলঝোড়া, সাভার (২) মোঃ কাউছার মোল্লা (২৮), পিতা-মৃত তারা মোল্লা, সাং-বাঘিয়া,থানা ও জেলা মানিকগঞ্জ দ্বয়-কে ইং- বুধবার ২২ম /২০২৪ তারিখ বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে গ্রেফতার করেন।
সাভারে ডিবি পুলিশের অভিযানে মাদক সহ ২জন মাদক কারবারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন,ডিবি (উত্তর), ঢাকা, অফিসার ইনচার্জ,মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), তিনি সবুজ বাংলা’কে জানানগ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার থানায় নিয়মিত মামলা রুজু করে তাদেরকে থানা হেফাজতে দেয়া হয়েছে।























