মাদারগঞ্জ উপজেলার প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫মে) বিকাল ৫টায় মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা খরকা হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মো. শফিউর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।
জামালপুর জেলা ম্যাজিস্ট্রেট ও মাদারগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তা সুমী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত, মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শফিউর রহমান বলেন, আপনারা দেখেছেন আমাদের জামালপুরে ইতিপূর্বে যে সকল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেসব নির্বাচনে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা রাখি ষষ্ঠ উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯ মে। এই নির্বাচনেও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না আশা রাখি। প্রিজাইটিং অফিসারদের উদ্দেশ্য বলেন, আপনারা আপনাদের নির্বাচনী দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। দায়িত্বের কোন ব্যত্তয়ই যেন না ঘটে সে দিকে খেয়াল রাখবেন। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার, বিজিবিসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকরী বাহিনী সদস্য থাকবে আপনাদের সহযোগিতা জন্য। দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনে প্রিজাইটিং অফিসারদের বিভিন্ন অনৈতিক কার্যক্রমের যুক্ত থাকায় তাদেরকে এরেস্ট করা হয়েছে, প্রত্যাহার করা হয়েছে এমন কোন ঘটনা যেনো এই উপজেলা না ঘটে সেদিকে আপনারা সতর্ক থাকবেন।
মতবিনিময় সভায় বক্তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিজ নিজ জায়গা থেকে নির্বাচন সংশ্লিষ্ট আইনকানুন মেনে চলতে আহ্বান করেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রিজাইডিং কর্মকর্তাদের যথাযথভাবে দ্বায়িত্ব পালনের গুরুত্বারোপসহ প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া মতবিনিময় সভা ও প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রিজাইডিং কর্মকর্তাদের দ্বায়িত্ব পালন নিয়ে আলোচনা করা হয়।
এসময় মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রতিনিধিবৃন্দ ও অন্যান্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপজেলায় ভোটগ্রহণকারী সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।























