সাভারে’র সন্ত্রাসী মাফিয়াদের সাংবাদিক দমনে টার্গেট, পুলিশের সামনে সাংবাদিকের উপরে হামলা!।
ঢাকা ১৯ (সাভার) আসনের সংসদ সদস্য হিসেবেমোহাম্মদ সাইফুল ইসলাম নির্বাচিত হওয়ার পর থেকেই চলছে জোরে সোরে দখল হামলার মহা-উৎসব!। তাদের স্লোগান হচ্ছে আগে যারা ভোগ করেছো’তারা ভাগো’ এখন আমরা খাবো!” এ-যেনো এমপি সাইফুল বাহিনীর স্লোগান!
ঢাকা জেলার সাভার উপজেলা জুরে খুন হত্যা জমি দখল চাঁদাবাজী হামলা সহ কিশোর গ্যাংয়ের হামলায় আহত নিহত ও সিন্তাইয়ের ঘটনায় সাভারের সাংবাদিক সমাজ ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করায় সন্ত্রাসী মাফিয়াদের মূল টার্গেট এখন সাংবাদিক দমন। সাভারের প্রতিনিয়ত এসব ঘটনার সংবাদ প্রকাশ করায় পুলিশ প্রশাসন নরে-চরে বসার কারনেই এখন মুল টার্গেট সাংবাদিক দমন।
সাভারের মাফিয়াদের বিরুদ্ধে ভুক্তভোগীদের এক মাত্র পাশে দাড়িয়ে কথা বলার বা মানুষ হিসেবে সংবাদ কর্মী ছাড়া আর কেউ-ই নেই! সেজন্যই সন্ত্রাসী মাফিয়া বাহিনী সাংবাদ কর্মীদের দমনে’ হত্যা চেস্টা সহ এলাকা ছাড়ার হুমকি ধামকি ও সন্ত্রাসী হামলা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে!
মাফিয়া বাহিনী এমন এক মেশিন বসিয়েছেন”তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে হয় ‘ফেইসবুক আইডি গায়েব অথবা নিউজ গায়েব হয়ে যায় রহস্যজনকভাবে!
ঢাকা ১৯ : (সাভার-আশুলিয়া) এর সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের সমর্থকদের নেতৃত্বে বেঙ্গল ফাইন সিরামিক দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এ সময় ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে গেলে নাগরিক টিভির প্রতিনিধি ও ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক আকাশ মাহমুদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। বর্তমানে আহত সাংবাদিক আকাশ মাহমুদ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে সাভার মডেল থানা পুলিশ।
সাংবাদিকের ওপর সন্ত্রাসীদের হামলার বিষয়ে সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ শাহজামান সবুজ বাংলা’কে বলেন সাংবাদিক আকাশ মাহমুদের উপর হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারিনি তবে বিষয়টি খতিয়ে দেখছি, পুলিশ সদস্যদের সামনে সংবাদকর্মীর উপর হামলা বিষয়টি দু:খজনক ঘটনা এমন প্রশ্নের জবাবে অফিসার্স ইনচার্জ বলেন পুলিশ সদস্যদের সামনে হামলা বিষয়টি আমার জানা নেই।
























