কক্সবাজারের বাঁকখালী নদীর নাজিরার টেক ও বিমানবন্দরে রানওয়ের পাশের সৈকত পড়ে থাকা এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ মে) দুপুর ১ টার দিকে, এক স্পীটবোট চালক মহেশখালী থেকে কক্সবাজার যাওয়ার পথে বাঁকখালী নদী ও সমুদ্রের পানি যেখানে গিয়ে মিশেছে ঠিক ওই জায়গায় জোয়ারের পানিতে একটি মরদেহ ভাসছে এমন খবরে কক্সবাজার সদর মডেল থানার একটি টিম মরদেহটি উদ্ধার করেন।
এখনো উদ্ধার করা মরদেহটির পরিচয় নিশ্চিত করতে পারেনি। কক্সবাজার সদর মডেল থানার এসএসআই রুহুল আমিন বলেন, খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ স্পীডবোট যোগে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি অজ্ঞাত নারীর মরদেহ। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।




















