ঢাকার আশুলিয়ায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৬ হাজার ৯৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৯৫ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
গতকাল বুধবার বিকাল ও আজ বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- তানভির হোসেন সিফাত (২৮), ইলিয়াছ হোসেন ইমরান (৩৮), সুন্নত আলী (৩৯), রাব্বি হাসান রাতুল (২০)।

র্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে গোপনে দেশের বিভিন্ন স্থান থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিল সংগ্রহ করে সাভার, ধামরাই, আশুলিয়াসহ এর আশেপাশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলো। আসামি রাবি হাসান রাতুলের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মাদক মামলা রয়েছে।

এছাড়াও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।























