পাবনার ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খান।
বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১২টার দিকে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সাহারুজ্জামানের নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন। এর আগে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল।
এতে ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদটি শূন্য হলে গত ২১ মে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন পাবনা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার। ভাঙ্গুড়া পৌরসভার উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২ জুন, প্রার্থীতা প্রত্যাহার ৯ জুন, প্রতীক বরাদ্দ ১০ জুন ও ২৬ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।
কিন্তু পৌরসভার উপনির্বাচনে একক প্রার্থী হওয়ায় এখানে আর ভোট গ্রহণের সুযোগ থাকছে না। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে প্রার্থীতা টিকে গেলে বিনা ভোটেই মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের এই সিনিয়র নেতা।























