পটুয়াখালীর কলাপাড়ায় ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন (পায়রা) এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস’র আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আনোয়ার হোসেন তালুকদার, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো.মিজানুর রহমান খান এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো.মোস্তফা কামাল।
কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো.মোস্তফা কামাল বলেন, উপজেলা পরিষদ মিলনায়তন এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৮৪ জন প্রিজাইডিং অফিসার, ৫৫৬ জন সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এছাড়া ১০৪৫ জন পোলিং অফিসারদের কর্মশালা রবিবার বিকাল ২টায় এবং সোমবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।























