টঙ্গী পশ্চিম থানাধীন হোসেন মার্কেটস্থ কাঠপট্টি মেসার্স খান এন্টার প্রাইজ নামক দোকানের সামনে অজ্ঞাতনামা ০২ জন ছিনতাইকারী মোটলসাইকেল যোগে এসে ভিকটিম মোঃ নয়ন মৃধা(৩৬)’কে আটক করে ধারালো চাকু দ্বারা আঘাত করে গুরুতর জখম করে টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।
ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। অজ্ঞাতনামা ২ জনকে আসামী করে ভিকটিমের চাচাতো ভাই মোঃ ছিদ্দিকুর রহমান শামীম(২৩) একটি দস্যুতা সহ হত্যা মামলা দায়ের করেন।নয়ন হত্যা মামলার মূলহোতা সাদ্দাম (২৭) নিজেকে আত্মগোপনে রাখে। অতপর উক্ত আসামীকে গ্রেপ্তার করার জন্য র্যাব-১, উত্তরা, ঢাকা আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
অদ্য ০৪/০৬/২০২৪ ইং তারিখ অনুমান ১৯:৩০ ঘটিকার সময় র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে,টঙ্গী পশ্চিম থানার মামলা নং-১০, তারিখঃ ১০-০১-২০২৪খ্রিঃ, ধারাঃ ৩৯৪/৩০২ পেনাল কোড মূলে আসামী সাদ্দাম মিয়া(২৭), পিতা-সুলতান মিয়া,থানা-টঙ্গী পশ্চিম,জিএমপি,গাজীপুর,গ্রেপ্তা
চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা সাদ্দাম @চোর সাদ্দামকে গ্রেপ্তারের সময় তার নিকট হইতে ০৩টি মোবাইল ফোন,০৩ টি সীম কার্ড,এবং নগদ-৪৫০/-টাকা উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।























