০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানী তুরাগে অটোরিক্সার ধাক্কায় ট্রাফিক পুলিশ আহত

রাজধানী উত্তরা তুরাগে থানাধীন ধউর বেড়ীবাধ এলাকায় আব্দুল্লাহপুর-আশুলিয়া মহাসড়কে ট্রাফিক কনেষ্টবল মোঃ শফিকুল ইসলাম (৪০) অটোরিক্সার ধাক্কায় মারাত্মক আহত হয়।

আজ বুধবার (০৫ জুন) ২০২৪ ইং আনুমানিক সকাল ১১.৩০ মিনিটে একটি দ্রুতগামী অটোরিক্সাকে সিগনাল দেয় ট্রাফিক পুলিশ।এসময় অটোচালক রিক্সাটি কে না থামিয়ে দ্রুত ট্রাফিক পুলিশকে সজোরে ধাক্কাদেয়।এতে,ট্রাফিক কনেষ্টবল শফিকুল ইসলাম মারাত্মক ভাবে জখম হয়।এসময় তার সহ কর্মিদের সহযোগীতায় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করায়।পরবর্তীতে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে প্রেরণ করে।

ঘাতক অটোরিক্সা চালক মোঃ স্বপন মিয়া (২২) কে পুলিশ আটক করে,আটককৃত স্বপন মিয়া রংপুর জেলা পীরগাছা থানার নওদাপাড়া গ্রামের বাচ্ছু মিয়ার ছেলে।

ধউর ট্রাফিক পুলিশের টি আই সাজ্জাদ বলেন,বিষয়টি নিয়ে এখনো মামলা হয়নি,আমাদের পুলিশ সদস্য চিকিৎসাধীন আছে,তবে মামলা প্রক্রিয়াধীন আছে।

জনপ্রিয় সংবাদ

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

রাজধানী তুরাগে অটোরিক্সার ধাক্কায় ট্রাফিক পুলিশ আহত

আপডেট সময় : ০৪:৫৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪

রাজধানী উত্তরা তুরাগে থানাধীন ধউর বেড়ীবাধ এলাকায় আব্দুল্লাহপুর-আশুলিয়া মহাসড়কে ট্রাফিক কনেষ্টবল মোঃ শফিকুল ইসলাম (৪০) অটোরিক্সার ধাক্কায় মারাত্মক আহত হয়।

আজ বুধবার (০৫ জুন) ২০২৪ ইং আনুমানিক সকাল ১১.৩০ মিনিটে একটি দ্রুতগামী অটোরিক্সাকে সিগনাল দেয় ট্রাফিক পুলিশ।এসময় অটোচালক রিক্সাটি কে না থামিয়ে দ্রুত ট্রাফিক পুলিশকে সজোরে ধাক্কাদেয়।এতে,ট্রাফিক কনেষ্টবল শফিকুল ইসলাম মারাত্মক ভাবে জখম হয়।এসময় তার সহ কর্মিদের সহযোগীতায় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করায়।পরবর্তীতে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে প্রেরণ করে।

ঘাতক অটোরিক্সা চালক মোঃ স্বপন মিয়া (২২) কে পুলিশ আটক করে,আটককৃত স্বপন মিয়া রংপুর জেলা পীরগাছা থানার নওদাপাড়া গ্রামের বাচ্ছু মিয়ার ছেলে।

ধউর ট্রাফিক পুলিশের টি আই সাজ্জাদ বলেন,বিষয়টি নিয়ে এখনো মামলা হয়নি,আমাদের পুলিশ সদস্য চিকিৎসাধীন আছে,তবে মামলা প্রক্রিয়াধীন আছে।