গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ৩নং ওয়ার্ডের পশ্চিম বারেন্ডা এলাকায় ৬তলা ভবনের ৫ম তলার বেলকনী থেকে পরে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৫জুন) সকালের দিকে ৬তলা ভবনের ৫ম তলার বেলকনী থেকে পরে গিয়ে ১৫ মাস বয়সী শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশুটির নাম বেনিয়ামিন,সাতক্ষীরা জেলার সদর থানাধীন সুলতানপুর গ্রামের মোঃ হাফিজুর রহমান এবং খাতিজাতুল কোবরার দুই সন্তানের মধ্যে ছোট সন্তান বেনিয়ামিন। হাফিজুর ও খাদিজা দম্পতির আরেক সন্তানের বয়স প্রায় আড়াই বছর।
স্থানীয় জুয়েল মৃধা সবুজ বাংলা’কে জানান,বিল্ডিংটির বেলকনি খুবই ছোট,ছোট বাচ্চারা যেকোনো সময় খেলার ছলে পরে যাওয়ার সম্ভাবনার কথা বাড়িওয়ালাকে আমি ও এলাকাবাসী আগে থেকেই জানিয়ে সতর্ক করে ছিলাম। অর্ধেক গ্রিল না দিয়ে পুরো বেলকনিতেই গ্রিল দিয়ে ঢেকে দেয়ার জন্য বারবার বলার পরও বাড়ীওয়ালা নয়েজউদ্দিন আমার এবং এলাকাবাসীদের কথার কোন গুরুত্ব দেন নি। যার গাফিলতির ফলশ্রুতিতেই আজ এমন মর্মান্তিক দূর্ঘটনা ঘটে গেল। জীবন দিতে হলো অবুঝ শিশুটিকে।
ভবনটির মালিক নয়েজউদ্দিন মিয়ার গ্রামের বাড়ি টাংগাইল জেলার মির্জাপুর থানায়। ঘটনার ব্যাপারে জানতে তার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তাতে সাড়া দেন নি।
এ ব্যাপারে কাশিমপুর থানা পুলিশ জানায়,বেলকনি থেকে পরে আহত শিশুটিকে তাতক্ষনিকভাবে জামগড়া-নারী ও শিশু হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে। এ ব্যাপারে সন্তানের অভিভাবকদের সাথে কথা বলে পরবর্তী আইনী কার্যক্রম গ্রহন করা হবে বলে এ প্রতিবেদককে জানিয়েছেন।






















