চট্টগ্রামের কর্ণফুলী থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলী আকবর প্রকাশ বাবুলকে ১২ বছর পর নগরীর অলংকার মোড় থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাবের আভিযানিক দল।
মঙ্গলবার (৪ জুন) রাতে গোপন সূত্রে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত বাবুল পটিয়া উপজেলার মধ্যম হুলাইন গ্রামের বাসিন্দা মৃত নুরুল হকের ছেলে।
র্যাব-৭ সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৬ কর্ণফুলী মইজ্যারটেক এলাকা থেকে ৯৫ বোতল ফেনসিডিলসহ বাবুলকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এ মামলায় বাবুল দীর্ঘদিন কারাবাসের পর জামিনে বের হন। এরপর থেকে সে পলাতক ছিল। এরই মধ্যে মামলাটির বিচারিক প্রক্রিয়া শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
পরবর্তীতে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১২ বছর সে বিভিন্নস্থানে ছদ্মবেশে আত্মগোপন করেছিল। মঙ্গলবার রাতে অবস্থান নিশ্চিত হয়ে নগরীর অলংকার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
বুধবার (৫ জুন) সকালে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার বাবুলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।






















