১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাসেলের আর বাড়ি ফেরা হলো না 

শেরপুরের নকলায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে রাশিদুল হাসান রাসেল (২৯) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছেন। আজ বুধবার দুপুরে উপজেলার গৌড়দ্বার বাজার সংলগ্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদুল হাসান শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামের সাইদুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাশিদুল হাসান রাসেল গাজীপুরের মাওনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। আজ বুধবার সেখান থেকে বাড়ি ফেরার জন্য মোটরসাইকেল নিয়ে শেরপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে  নকলা উপজেলার গৌড়দ্বার বাজার সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তাকে বহনকারী মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে তিনি গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচরে যায়। পরে স্থানীয় লোকজন রাসেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে প্রাইভেটকারের চালক পলাতক রয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রাইভেটকার ও চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
জনপ্রিয় সংবাদ

রাসেলের আর বাড়ি ফেরা হলো না 

আপডেট সময় : ০৬:০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
শেরপুরের নকলায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে রাশিদুল হাসান রাসেল (২৯) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছেন। আজ বুধবার দুপুরে উপজেলার গৌড়দ্বার বাজার সংলগ্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদুল হাসান শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামের সাইদুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাশিদুল হাসান রাসেল গাজীপুরের মাওনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। আজ বুধবার সেখান থেকে বাড়ি ফেরার জন্য মোটরসাইকেল নিয়ে শেরপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে  নকলা উপজেলার গৌড়দ্বার বাজার সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তাকে বহনকারী মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে তিনি গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচরে যায়। পরে স্থানীয় লোকজন রাসেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে প্রাইভেটকারের চালক পলাতক রয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রাইভেটকার ও চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।