নরসিংদীর পলাশ উপজেলায় মাদরাসার এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় আব্দুর রহিম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল (মঙ্গলবার ৪ জুন) রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুর রহিম গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার সাওরাইদ গ্রামের মৃত আব্দুল রশিদ মিয়ার ছেলে ও ফুলবাড়িয়া দারুল জান্নাত মহিলা মাদরাসার শিক্ষক। তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকতিয়ার উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে অভিযুক্ত আব্দুর রহিম ফুলবাড়িয়া মহিলা মাদরাসার একটি কক্ষে ওই মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ডেকে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে । পরে শিশুটি আত্মচিৎকারে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে আসে।
এ ঘটনায় ভুক্তভোগীর ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত শিক্ষক আব্দুর রহিমকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।




















