র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযানিক দল ০৬ জুন ২০২৪ তারিখ ০১০০ ঘটিকায় নওগাঁ জেলার ধামুইরহাট থানাধীন রূপনারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার নামীয় আসামী মোঃ সিহাব হেসেন (২৫), পিতা-মোঃ রুমি, সাং-কেশবপুর কাশিয়াবাড়ী, থানা-সদর, জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ২৬/০৫/২০২৪ তারিখ পাওনা টাকার জের ধরে ধৃত আসামী সিহাব হোসেনসহ আরো কয়েকজন জনৈক আব্দুল মজিদ বুলু কে জয়পুরহাট সদর থানাধীন কাশিয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পূর্ব কোনে নির্মানাধীন ওয়াশ রুমে নিয়ে গিয়ে এলোপাথারীভাবে কিলঘুষি ও লাথি মেরে তার শরীরে বিভিন্ন জায়গায় ছিলাফুলা জখম করে। পরবর্তীতে আব্দুল মজিদ বুলু এর শারিরীক অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করানো হয় ও একই তারিখ ২৬/০৫/২০২৪ ইং রাত্রি ২০৩০ ঘটিকায় তিনি মৃত্যু বরণ করেন।
এ ঘটনায় মৃতের ছেলে আজাদ হোসেন বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। জয়পুরহাট থানায় মামলা দায়েরের পর র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল আসামী সিহাব কে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ০৬-০৬-২০২৪ ইং নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন রূপনারায়নপুর এলাকা হতে সিহাব কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে জয়পুরহাট সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

























