০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় শত বছরের পুরনো রেল সেতুর সংস্কার কাজ শেষ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার রেলওয়ে স্টেশনের সন্নিকটে ১০৮ বছর আগে নির্মিত কুড়াগাছা রেলসেতুর সংস্কার কাজ শেষ হয়েছে।
শুক্রবার (৭ জুন) দুপুরে রেল সেতুর কাজ সমাপ্ত হয়। নির্ধারিত সময়ের আগেই ৪ কোটি ৪৪ লাখ টাকা ব্যায়ে প্রকল্পের কাজ শেষ করে ঠিকাদার প্রতিষ্ঠান আরটিসি।
জানা যায়, ১৯১৫-১৬ সালের মধ্যে নির্মিত রেলসেতুর পিলার ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় গত কয়েক মাস ধরে ঝুঁকি নিয়ে ওই পথে ট্রেন চলাচল করছিল। বিভিন্ন যাত্রীবাহী ট্রেনে দেশের প্রায় ৫০ থেকে ৬০ হাজার যাত্রী এই রেলপথ দিয়ে যাতায়াত করে। পাশাপাশি যাতায়াত করে আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেস ট্রেনসহ মালবাহী ট্রেন।
এসময় পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী লিয়াকত শরীফ খান, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ, সেতু প্রকৌশলী আব্দুর রহিম, পাকশী রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী (ডিএন-২) বীরবল মণ্ডল, ঠিকাদার প্রতিষ্ঠান আরটিসির প্রকৌশলী আলমগীর কবীরসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ

ভাঙ্গুড়ায় শত বছরের পুরনো রেল সেতুর সংস্কার কাজ শেষ

আপডেট সময় : ০৭:১৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার রেলওয়ে স্টেশনের সন্নিকটে ১০৮ বছর আগে নির্মিত কুড়াগাছা রেলসেতুর সংস্কার কাজ শেষ হয়েছে।
শুক্রবার (৭ জুন) দুপুরে রেল সেতুর কাজ সমাপ্ত হয়। নির্ধারিত সময়ের আগেই ৪ কোটি ৪৪ লাখ টাকা ব্যায়ে প্রকল্পের কাজ শেষ করে ঠিকাদার প্রতিষ্ঠান আরটিসি।
জানা যায়, ১৯১৫-১৬ সালের মধ্যে নির্মিত রেলসেতুর পিলার ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় গত কয়েক মাস ধরে ঝুঁকি নিয়ে ওই পথে ট্রেন চলাচল করছিল। বিভিন্ন যাত্রীবাহী ট্রেনে দেশের প্রায় ৫০ থেকে ৬০ হাজার যাত্রী এই রেলপথ দিয়ে যাতায়াত করে। পাশাপাশি যাতায়াত করে আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেস ট্রেনসহ মালবাহী ট্রেন।
এসময় পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী লিয়াকত শরীফ খান, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ, সেতু প্রকৌশলী আব্দুর রহিম, পাকশী রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী (ডিএন-২) বীরবল মণ্ডল, ঠিকাদার প্রতিষ্ঠান আরটিসির প্রকৌশলী আলমগীর কবীরসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।