টাঙ্গাইলের কালিহাতী ও মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, জামালপুর জেলা কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুনের ছেলে আব্দুল্লাহ আল অক্ষর (৬), ও তার নানী শাশুড়ি হুসেইনে আরা (৬৮), প্রাইভেট চালক কুমিল্লার আব্দুল কদ্দুস মিয়ার ছেলে আবুল হোসেন (৩৮) ও কুড়িগ্রাম জেলার নুরুজ্জামান হুদা। শুক্রবার ভোরে টাঙ্গাইল-জামালপুর আ লিক মহাসড়কের বাগুটিয়ার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) সামনে ও মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, একটি যাত্রীবাহী প্রাইভেটকার কুমিল্লা থেকে জামালপুরে যাচ্ছিল। প্রাইভেটকারটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা গরু ভর্তি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক আবুল হোসেন মারা যায়। এ ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সকালে চিকিৎসধীন অবস্থায় শিশু আল অক্ষর ও হুসেইনে আরা মারা যায়। এ ঘটনায় আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে, মোটরসাইকেল যোগে ঢাকা থেকে নিহত নুরুজ্জামান হুদা নিজ গ্রামের বাড়ী কুড়িগ্রাম যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহী নিহত হয়। নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।




















