জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে আজ ৩ সেপ্টেম্বর। নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ।
এদিনটিকে কেন্দ্র করে নতুন প্রাণ পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যায়। বাস কমিটি, জেলাকল্যাণগুলোও বিভিন্ন আয়োজন ও সাজসজ্জায় নবীনদের বরণ করে নিয়েছে। নতুন ক্লাসরুম ও সহপাঠীদের সাথে পরিচিত হতে পেরে উল্লসিত নবীন শিক্ষার্থীরা।
এবিষয়ে মাসুম আহমদ (১৮ব্যাচ) নামে এক শিক্ষার্থী জানান জীবনে প্রথম বাবা-মা কে ছেড়ে দূরে যাচ্ছি তাদের স্বপ্ন পূরন করতে, নিজেকে ভিন্ন একটা জায়গায় দেখতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমার সেই স্বপ্ন পূরনের নতুন অধ্যায়। শুনেছি এই শহরে যেমন নতুন স্বপ্নের উদয় হয় তেমনি অনেক স্বপ্ন ভেঙেও যায়। আমি জানিনা আমার স্বপ্ন গুলো পূর্ণতা পাবে কিনা! তবে এই বিশ্ববিদ্যালয় আমাকে নতুন করে জীবনকে দেখতে এবং চলতে শেখাবে, সব কিছুকে আবার নতুন করে ভাবতে শেখাবে।
এবিষয়ে জাহিদ হাসান (১৮ ব্যাচ) নামে বিশ্ববিদ্যালয়ের আরেক নবীন শিক্ষার্থী জানান, ছোটবেলা থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি। অনেক আশা নিয়ে ঢাকার শহরে এসেছি। স্বপ্নটাকে ছুয়ে দেখতে চায়। প্রথম শ্রেণীর কর্মকর্তা হওয়ার ইচ্ছা আছে। বাবা মায়েরও স্বপ্ন এটা।
সামগ্রিক বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, বিভাগগুলো তাদের নিজস্ব আয়োজনে শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে যে সময় নির্ধারণ করা হয়েছে উক্ত সময়ে শিক্ষার্থীরা তাদের স্ব স্ব বিভাগগুলোতে উপস্থিত ছিল। বিভাগ থেকে শিক্ষার্থীদের ক্লাসসহ যাবতীয় বিষয়ের নির্দেশনা দেয়া হয়েছে। নতুন শিক্ষার্থীরা যেন র্যাগিং বা অপ্রীতিকর কোনো ঘটনার শিকার না হয় এদিকে আমরা সর্বাত্মক লক্ষ্য রাখবো। নতুন শিক্ষার্থীদের ক্যাম্পাসে একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করব।


























