১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মহাসড়ক অবরোধ করে চলছে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি, ভোগান্তিতে সাধারণ মানুষ 

৪ দফা দাবি নিয়ে কোটা বিরোধী আন্দোলনের ৮ম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের সড়ক মহাসড়কগুলো অবরোধ করে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এ নিয়ে দ্বিতীয় দিনের মতো সড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলো অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা।

সোমবার (৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাবি অধিভুক্ত সাত কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে যোগ দেয়। এদিন শাহবাগ, চানকারপুল, সায়েন্স ল্যাব, নীলক্ষেত মোড়, নিউমার্কেট, পুরাতন পল্টন, শেরাটন মোড়, বাংলা মোটর এলাকা অবরোধ করেছে শিক্ষার্থীরা। এদিকে স্থবির হয়ে আছে ঢাকা ৬টি মহাসড়ক।  শহর জুড়ে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে আছে গণপরিবহনগুলো।

এদিকে দাবি আদায়ের ক্ষেত্রে চুল পরিমাণ চাড় দিতে রাজি নয় বলে জানিয়েছেন শিক্ষার্থী। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা সমতার কথা বলছি, আমরা আমাদের অধিকারের কথা বলছি। বাংলাদেশের সংবিধানও সকল নাগরিকের সমতার কথা বলে। কিন্তু বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সাধারণ শিক্ষার্থীদের গলায় চুরি চালাচ্ছে।

আন্দোলনে নেতৃত্ব দানকারী মহিউদ্দিন রনি বলেন, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরাও কোটা বিরোধী আন্দোলনে মিছিল করছে, আন্দোলন করছে। কিন্তু সরকার লক্ষ লক্ষ শিক্ষার্থীর দাবিকে অযৌক্তিক বলে বিবৃতি দিয়ে রীতিমতো শিক্ষার্থীদের সাথে তামাশা করছে। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদেরকে বঞ্চিত করে রাষ্ট্র মোটেও এগোতে পারবে না।

আন্দোলনের অন্যতম সমন্বয় রিফাত রসিদ বলেন, শিক্ষার্থীরা রাজপথে নেমে মেধা ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য লড়াই করে মরছে। একটি স্বাধীন রাষ্ট্রের জন্য এর চেয়ে লজ্জার বিষয় কী হতে পারে। তিনি বলেন,কোটার মাধ্যমে নয়, মেধার মাধ্যমে ই শিক্ষার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহার করায় গুড়িয়ে দেয়া হয় দু’টি প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানকে জরিমানা

মহাসড়ক অবরোধ করে চলছে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি, ভোগান্তিতে সাধারণ মানুষ 

আপডেট সময় : ০৭:৪৬:২২ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪

৪ দফা দাবি নিয়ে কোটা বিরোধী আন্দোলনের ৮ম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের সড়ক মহাসড়কগুলো অবরোধ করে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এ নিয়ে দ্বিতীয় দিনের মতো সড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলো অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা।

সোমবার (৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাবি অধিভুক্ত সাত কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে যোগ দেয়। এদিন শাহবাগ, চানকারপুল, সায়েন্স ল্যাব, নীলক্ষেত মোড়, নিউমার্কেট, পুরাতন পল্টন, শেরাটন মোড়, বাংলা মোটর এলাকা অবরোধ করেছে শিক্ষার্থীরা। এদিকে স্থবির হয়ে আছে ঢাকা ৬টি মহাসড়ক।  শহর জুড়ে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে আছে গণপরিবহনগুলো।

এদিকে দাবি আদায়ের ক্ষেত্রে চুল পরিমাণ চাড় দিতে রাজি নয় বলে জানিয়েছেন শিক্ষার্থী। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা সমতার কথা বলছি, আমরা আমাদের অধিকারের কথা বলছি। বাংলাদেশের সংবিধানও সকল নাগরিকের সমতার কথা বলে। কিন্তু বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সাধারণ শিক্ষার্থীদের গলায় চুরি চালাচ্ছে।

আন্দোলনে নেতৃত্ব দানকারী মহিউদ্দিন রনি বলেন, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরাও কোটা বিরোধী আন্দোলনে মিছিল করছে, আন্দোলন করছে। কিন্তু সরকার লক্ষ লক্ষ শিক্ষার্থীর দাবিকে অযৌক্তিক বলে বিবৃতি দিয়ে রীতিমতো শিক্ষার্থীদের সাথে তামাশা করছে। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদেরকে বঞ্চিত করে রাষ্ট্র মোটেও এগোতে পারবে না।

আন্দোলনের অন্যতম সমন্বয় রিফাত রসিদ বলেন, শিক্ষার্থীরা রাজপথে নেমে মেধা ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য লড়াই করে মরছে। একটি স্বাধীন রাষ্ট্রের জন্য এর চেয়ে লজ্জার বিষয় কী হতে পারে। তিনি বলেন,কোটার মাধ্যমে নয়, মেধার মাধ্যমে ই শিক্ষার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।