উচ্চ আদালতের আদেশের পর কোটা সংস্কার আন্দোলনের এখন আর কোনো যৌক্তিকতা নেই। তাই নতুন কর্মসূচি থেকে আন্দোলনকারীদের সরে আসার অনুরোধ ঢাকা মহানগর পুলিশের। রাস্তায় নেমে দুর্ভোগ সৃষ্টি করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ডিএমপির।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিনে ধরে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। সর্বোচ্চ আদালত কোটা সংক্রান্ত হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা দিলেও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। এ অবস্থায় বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করে ঢাকা মহানগর পুলিশ।
ব্রিফিংয়ে অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ উদ্দিন বলেন, গত কয়েকদিন রাজধানীতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করে আসছে তাতে কোনো ধরণের বাধা দেয়নি পুলিশ। কিন্তু আদালতের রায়ের পর ঢাকা মহানগর পুলিশ আশা করে শিক্ষার্থীরা চলমান আন্দোলন থেকে সরে আসবে। কারণ উচ্চ আদালতের আদেশের পর কোটা সংস্কার আন্দোলনের এখন আর কোনো যৌক্তিকতা নেই।
এসময় আন্দোলন থেকে সরে না এসে রাস্তায় নেমে দুর্ভোগ সৃষ্টি করলে প্রচলিত আইনানুযায়ী ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা। এদিকে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমের প্রশ্নের জবাবে জানিয়েছেন, একটি মহলের ইন্ধনে কোটা ইস্যুকে জটিল করা হচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলন পরিহার করে আদালতে সমাধানের আহ্বান জানান তিনি।
এ সময় আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, নির্বাহী বিভাগের সর্বোচ্চ পদ থেকে প্রতিশ্রুতি পেলে শিক্ষার্থীরা রাজপথ ছাড়বেন। পাশাপাশি যৌক্তিক সংস্কার করে নিয়োগের ক্ষেত্রে ৫ শতাংশ কোটা রাখারও দাবি জানান শিক্ষার্থীরা।
শিরোনাম
রাস্তায় নেমে দুর্ভোগ সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি
-
সবুজ বাংলা ডেস্ক - আপডেট সময় : ০৭:৪৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
- । অনলাইন সংস্করণ
- 56
জনপ্রিয় সংবাদ

























