টাঙ্গাইলের ভূঞাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ১৩ জুলাই (শনিবার) বিকাল ৫টায় ভূঞাপুর ইবরাহিম খা সরকারি কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ভুঞাপুর পৌরসভা বনাম গোবিন্দাসী ইউনিয়ন অংশগ্রহণ করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর -গোপালপুরের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর হাসান ছোট মনির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোছাঃ নার্গিস বেগম। আরও উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব মনিরুল ইসলাম বাবু , মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আফরিন লোপা, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ , ভূঞাপুর পৌরসভার প্যানেল মেয়র খঃ জাহিদ হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ মিঞা প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূঞাপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব মামুনুর রশীদ। উক্ত ফাইনাল খেলায় ভূঞাপুর পৌরসভা ৩-০ গোলে বিজয়ী হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

























