পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ১৪ কোটি ৯০ লাখ ৮৫ হাজার টাকার ২৫তম বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে ভাঙ্গুড়া পৌরসভার সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মোঃ আজাদ খান।
বাজেটে পৌরসভার বিভিন্ন রাজস্ব খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৫ কোটি ৮১ লাখ ৪০ হাজার টাকা। বিভিন্ন উন্নয়ন খাতে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৯ কোটি ৫০ লাখ টাকা।
পৌরসভার বিভিন্ন রাজস্ব খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৪০ লাখ ৮৫ হাজার টাকা। বিভিন্ন উন্নয়ন খাতে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৫০ লাখ টাকা। রাজস্ব খাতে সমাপনী স্থিতি দেখানো হয়েছে ৪০ লাখ ৫৫ হাজার টাকা।
বাজেট অনুষ্ঠানে পৌরসভার মেয়র মোঃ আজাদ খান জানান, এবারের বাজেটে পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন উন্নয়নমূলক কাজকে আগ্রাধিকার দেওয়া হয়েছে।
এ সময় ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম হাসনাইন রাসেল, ভাঙ্গুড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুৎ, ভাঙ্গুড়া পৌরসভার সচিব উত্তম কুমার সাহা, হিসাব রক্ষণ কর্মকর্তা নাজমুল হুদা কালু, পৌরসভার কাউন্সিলরবৃন্দসহ স্থানীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


























