যুক্তরাষ্ট্রে তৈরি এফ-১৬ যুদ্ধবিমান পেয়েছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর দেশটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে তৈরি এফ-১৬ যুদ্ধবিমান পেল। মিত্রদের ধন্যবাদ জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তাদের এমন আরও যুদ্ধবিমান প্রয়োজন। এফ-১৬ এখন ইউক্রেনে। আমরা এটা পেয়েছি। ইউক্রেনের অজ্ঞাত একটি বিমানঘাঁটিতে দাঁড়িয়ে দেশটির প্রেসিডেন্ট এসব কথা বলেন। ওই সময় জেলেনস্কির পাশে দুটি এফ-১৬ যুদ্ধবিমান দেখা যায়।
সোভিয়েত আমলের পুরোনো যুদ্ধবিমান দিয়ে রাশিয়ার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের বিমানবাহিনী। এখন যুক্তরাষ্ট্রে তৈরি এফ-১৬ যুদ্ধবিমান বহরে যুক্ত হওয়া ইউক্রেনের বিমানবাহিনীর সক্ষমতা আরও জোরদার হলো বলে মনে করছেন বিশ্লেষকেরা। আগামী মাসগুলোয় ইউক্রেনের বহরে আরও কয়েকটি এফ-১৬ যুদ্ধবিমান যুক্ত হতে পারে বলে প্রত্যাশা করছে দেশটি। তবে জেলেনস্কি এটাও স্বীকার করেছেন যে এফ-১৬ যুদ্ধবিমান চালানোর মতো যথেষ্ট প্রশিক্ষিত পাইলট এখনো তাদের নেই। এফ-১৬ যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি। বিশ্বব্যাপী যুদ্ধক্ষেত্রে এই যুদ্ধবিমান বেশ পরীক্ষিত। ডেনমার্ক ইউক্রেনকে ১৯টি এফ-১৬ দেবে বলে জানিয়েছিল। দেশটিতে আরও ২৪টি এফ-১৬ যুদ্ধবিমান পৌঁছানোর কথা রয়েছে নেদারল্যান্ডস থেকে। এর বাইরে নরওয়ে প্রতিশ্রুতি দিয়েছে ছয়টি এফ-১৬ দেওয়ার। এই যুদ্ধবিমান চালানোর জন্য বেশ কয়েক মাস ধরে পশ্চিমা মিত্রদের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন ইউক্রেনের পাইলটরা।
শিরোনাম
প্রথমবার যুক্তরাষ্ট্রে তৈরি
এফ-১৬ যুদ্ধবিমান পেয়েছে ইউক্রেন : জেলেনস্কি
-
সবুজ বাংলা ডেস্ক - আপডেট সময় : ০১:০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
- । প্রিন্ট সংস্করণ
- 105
জনপ্রিয় সংবাদ


























