বর্ণাঢ্য আয়োজন, র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁর রাণীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাণীনগর উপজেলা শাখা।
এদিন সকালে কর্মসূচির প্রথমেই বর্ণিল সাজে সাজানো একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে থেকে শুরু হয়ে উপজেলার বিএনপি মোড়, থানা মোড় হয়ে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদ হাসান বেলালের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোসারব হোসেন, সদস্য ও জ্যেষ্ঠ বিএনপি নেতা এস এম আল ফারুক জেমস, কাজী রবিউল ইসলাম, মোখলেছুর রহমান বাবু, জাকির হোসেন, এইচ এম নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাক্কির হোসেন প্রমুখ।
এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির যুগ্ন আহবায়ক আশিক মাহমুদ, মাসুদ রানা ডাবলু, মিঠুন আহাম্মেদ, রাজেবুল ইসলাম, মিঠু ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, মহিলাদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মৎসজীবীদল এবং অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
এসময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে পজেটিভ কর্মকান্ডের মাধ্যমে নতুন করে আগামীর পথচলার জন্য বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনকে সুসংগঠিত করতে সবাইকে একযোগে কাজ প্রতি আহবান জানান বক্তারা।


























