বর্তমান প্রজন্মের কণ্ঠশিল্পী সুরকার গীতিকার ও মিউজিক কম্পোজার যশোরের স্বাধীন বাবু। ২০২৩ সালের আগস্ট মাসে ‘ইতিহাস তুমি জায়েদ খান’ গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি জায়েদের জন্মদিনে গানটি উপহার দিয়েছিলেন। পরে বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে নিয়ে লেখেন ‘তুমি হার না মানা অগ্নিশিখা’। গানটিতে স্বাধীন বাবু নিজেই সুর ও কন্ঠ দিয়েছিলেন। যা রীতিমতো শ্রোতাদের মন জয় করে।
জনপ্রিয় কণ্ঠশিল্পী স্বাধীন বাবু এবার তসলিমা নাসরিনকে নিয়ে গেয়েছেন ‘ফিরে এসো তসলিমা নাসরিন’। কথা, সুর ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শিল্পী নিজেই। মডেলে তার সাথে জুটি হয়েছেন নতুন মুখ সুরভী মালা। মিউজিক কম্পোজিশন করেছেন শামীম আশিক।
আগামী ২৫ আগস্ট আগস্ট তসলিমা নাসরিনের জন্মদিনে তার (তসলিমা নাসরিন) ভেরিফাইড ফেসবুক আইডি থেকে গানটি আপলোড করা হবে বলে নিশ্চিত করেছেন স্বাধীন বাবু।
শিল্পী স্বাধীন বাবুর জানান, ‘তুমি হার না মানা অগ্নিশিখা তসলিমা নাসরিন’ শিরোনামে গত জন্মদিনে তাকে একটি গান উপহার দিয়েছিলাম। গানটি তার ( তসলিমা নাসরিন) ফেসবুক আইডি থেকে প্রকাশ পেলে দর্শক হৃদয়ে সাঁড়া ফেলে। এবারের জন্মদিনেও উপহার দিচ্ছি “ফিরে এসো তসলিমা নাসরিন”গানটি।
স্বাধীন বাবু ়আরও বলেন, বড় বোন সুমি আফরোজের মাধ্যমে বাল্যকাল থেকে তসলিমা নাসরিনকে চেনেন। বড় বোন (সুমি আফরোজ) সাহিত্য চর্চা করতেন। তসলিমা নাসরিনের বই পড়তেন। আমাকে তসলিমার নির্বাসিত হওয়ার গল্প শোনাতেন। আমিও সেই থেকে তসলিমা নাসরিনের বই পড়া শুরু করলাম। বর্তমানে তসলিমা নাসরিনের লেখা ৩৪টি বই আমি সংরক্ষণ করেছি। মনে মনে ভেবেছি দিদির নির্বাসিত হওয়ার প্রতিবাদ করবো। তাই নিজেকেও সাহিত্যে চর্চায় জড়িয়েছি। দেশ বরেণ্য শিল্পী মনির খানের গানের সাথে কণ্ঠ মিলিয়ে গান শিখতাম। একদিন বড় বোন সুমি গানের স্কুলে ভর্তি করে দিলেন। সময় আমাকে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। আমি ‘হার না মানা অগ্নিশিখা তসলিমা নাসরিন’ গানটিতে নির্বাসিত হবার প্রতিবাদ করেছিলাম। এবারের গানটিতে বিশ্বের কাছে তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার আহবান রাখলাম।

























